ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপি কোনো সংলাপ করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমরাও কোনো সংলাপ করব না। কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন না।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে গুলশান দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি। সেই প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, ওই সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, আর কোনো গ্রেপ্তার (বিএনপি কর্মীদের) হবে না, পুলিশি হয়রানি হবে না, গায়েবি মামলা হবে না। কিন্তু এর তিনদিন পর থেকে আমাদের প্রার্থীদের গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।
বিএনপি মহাসচিব দাবি করেন, কার্যকর রাষ্ট্র নির্মাণের চিন্তা নেই প্রধানমন্ত্রীর। গত দুইটি জাতীয় নির্বাচনে কারচুপি ও সন্ত্রাসের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করে বেআইনিভাবে ক্ষমতায় গেছে আওয়ামী লীগ। তাই চাপ সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ সরকার, এমন দাবিও করেছেন মির্জা ফখরুল। বললেন, সরকারের দুর্নীতির খতিয়ান জনসম্মুক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রকে ফতুর করে দিতেই নতুন নতুন অপরিকল্পিত, অকার্যকর প্রকল্প গ্রহণ করছে সরকার। আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি ও সকল রেন্টাল চুক্তি বাতিলের দাবি জানানো হয় এ সময়। যমুনা নদী সংকুচিত করার প্রকল্প আত্মঘাতীমূলক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
-বাবু/এ.এস