সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ভোটগ্রহণ চলছে। মোট ১২টি পদের বিপরীতে ভোটে লড়ছেন ২৯ জন কর্মকর্তা। মোট ভোটার ২ হাজার ৯০৯ জন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান মজুমদার। ২৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবের আমেজ। নিরাপত্তার দায়িত্বে সক্রিয় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাবু/এনএইচ