শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
জেনে নিন আজকের বাজার দর
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:৫১ PM আপডেট: ১৮.০৩.২০২৩ ২:১৭ PM

এই সপ্তাহেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর তাই সবাই ব্যস্ত রমজানের অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। রমজানের অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছোলা আর ডালের বাজার স্থিতিশীল রয়েছে। 

ডাল

ডাল

আজ (১৮ মার্চ) শনিবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারী দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৪৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৯৫ টাকায়। 

পেঁয়াজ

পেঁয়াজ

বাজারে আজ দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা কেজি। আর আমদানী করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৩০ থেকে ৪০ টাকা। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানী করা প্রতি কেজি রসুনের দাম ১৩০ থেকে ১৭০ টাকা। 

খাসির মাংস

খাসির মাংস

বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা কেজি। ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। যা আগে বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। দেশী মুরগীর দাম ৪৮০ থেকে ৬৬০ টাকা। আর ব্রয়লার মুরগীর দাম  ২৪০ থেকে ২৫০ টাকা। ফার্মের মুরগীর ডিমের দাম প্রতি হালি ৪০ থেকে ৪৫ টাকা।  

লম্বা বেগুন

লম্বা বেগুন

আজ বাজারে আলু প্রতি কেজির দাম ১৬ থেকে ২০ টাকা। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচ ৬০ থেকে ১১০ টাকা কেজি। আর লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা দরে। 

আটা

আটা

বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৬৪ থেকে ৬৬ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

চাল

চাল

বাজারে আজ চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে। মাঝারী চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

আজ বাজারে লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩০ টাকা। 

বাবু/ এনবি





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কাঁচাবাজার   রমজান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত