বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটে ভাঙন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৯:১৪ PM আপডেট: ১৯.০৩.২০২৩ ৯:১৫ PM
বিলুপ্ত হওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ১২ দল মিলে ১২ দলীয় জোট নামে একটি নতুন জোট গঠন করে। যেটি এখন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই জোটে ভাঙন ধরেছে।

রোববার (১৯ মার্চ ) রাত ৮টার দিকে ১২ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আজ ১২ দলীয় জোটের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। জোটের শরিক দল মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ১২ দলীয় জোটের নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেন। 

তিনি আরো বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থি আলাদা কর্মসূচি পালন, জোটের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশোভন ও উদ্ধতপূর্ণ আচরণ ও জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে জোটের শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়াতে জোট নেতারা শুকরিয়া প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই জোট গঠন হয়।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত