মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জেনে নিন আজকের বাজার দর
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১:১২ PM আপডেট: ২৩.০৩.২০২৩ ১২:২৩ PM

বাজারে আজও ২৫০ থেকে ২৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে দাম কমেছে দেশী মুরগির। ডাল ও ছোলার দাম স্থিতিশীল রয়েছে। তবে লুজ সয়াবিন তেলের দাম কিছুটো বেড়েছে। 

দেশী মুরগি

দেশী মুরগি

আজ (২২ মার্চ) বুধবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে আজও  ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়। আর দেশী মুরগির দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৬৬০ থেকে ৭০০ টাকায়। আকার ভেদে  আজ  রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০  থেকে ৩০০ টাকা কেজি। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে  ৬০০ থেকে ১২০০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে  ১২০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। যা আগে বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪৫ থেকে ৪৭ টাকা। যা আগে বিক্রি হতো ৪২ থেকে ৪৫ টাকায়। 

লম্বা বেগুন

লম্বা বেগুন

লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকয়। যা গতকাল বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা দরে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকায়।  আজ বাজারে  কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়। যার দাম আগে ছিলো ৯০ থেকে ১৬০ টাকা কেজি। আলু প্রতি কেজির দাম ১৬ থেকে ২০ টাকা।

খেজুর

খেজুর

বাজারে আজ চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ১১২ থেকে ১১৫ টাকায়। সাধারণ মানের প্রতি কেজি খেজুরের দাম ১৮০ থেকে ৪৫০ টাকা। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

আজ লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭৫ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ১৬৮ থেকে ১৭২ টাকা। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৪ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩৫ টাকা। 

মুগ ডাল

মুগ ডাল

বাজারে আজ বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৪০ থেকে ১৫০ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭২ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 

চাল

চাল

বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে। যা গতকাল বিক্রি হয়েছে ৬২ থেকে ৬৫ টাকায়। মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৪ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

আটা

আটা

আজ বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৫৮ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

বাবু/ এনবি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাজার দর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত