শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
২ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৬:০৩ PM

যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য স্থিতিশীল হয়েছে। তবে তা এখনও গত ৯ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। অদ্যাবধি বিশ্বজুড়ে ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা ফিরেনি বিনিয়োগকারীদের। পাশাপাশি সুদের হার বৃদ্ধিতে বিরতির ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সবমিলিয়ে ত্যক্ত-বিরক্ত ব্যবসায়ীরা। ফলে দেশটির মুদ্রার দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (২৪ মার্চ) আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ০১৯ শতাংশ। বর্তমানে তা ১০২ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) যা ছিল ১০১ দশমিক ৯১। বিগত ৬৩ দিনের মধ্যে যা সবচেয়ে কম। অর্থাৎ ২ মাসেরও বেশি সময়ের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন স্তরে আছে।

গত বুধবার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ায় ফেড। এটা প্রত্যাশিতই ছিল। তবে বিশ্বব্যাপী আর্থিক খাতে অস্থিরতা বিরাজ করছে। ফলে ইউএস মুদ্রা দর হারাচ্ছে।

ডলারের বিরুদ্ধে জাপানের মুদ্রা ইয়েন শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ১৩০ দশমিক ৩৭ ইয়েনে। গত ৬ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।

তবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরো শক্তি হারিয়েছে শূন্য দশমিক ০৩ শতাংশ। ইউরোপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ০৮২৭ ডলারে। গত ৭ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে বেশি।

ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়েরও পতন ঘটেছে। যার অবমূল্যায়নের হার শূন্য দশমিক ০৮ শতাংশ। এক স্টার্লিং বিক্রি হয়েছে ১ দশমিক ২২৭৫ ডলারে।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের মুদ্রা কৌশলবিদ ক্যারল কং বলেন, ইতোমধ্যে বিশ্বে ব্যাংকিং সেক্টরে গোলযোগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতেও সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। আগামীতে ব্যাংক ব্যবস্থার উন্নতি অবনতির ওপর ডলারের দর ওঠা-নামা করবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডলার   মূল্য স্থিতিশীল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত