মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কালো আইন
সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার : ড. আব্দুল মঈন খান
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৮:৪২ PM
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে বর্তমানে অলিখিত বাকশাল চলছে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে সংবাদপত্রের টুটি চেপে ধরেছে, এই কালো আইন প্রয়োগ করে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। তিনি বলেন, সংবাদপত্র নিধন আওয়ামী লীগের অতীত ইতিহাস। তারা ৭২-৭৫ সালে চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। জিয়াউর রহমান বাকবাশ বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। শহীদ জিয়া সততা ও শৃংখলার নজির স্থাপন করেছিলেন। তৃতীয় বিশ্বের নেতাদের মধ্যে যা বিরল।

আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেঁড়ে নিয়ে ক্ষমতা দখলের পর আবার অলিখতভাবে বাকশাল কায়েম করেছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলনের মাধ্যমে এই নব্য বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আবার ফিরিয়ে দেয়া হবে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির নেতা নাজিম উদ্দীন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিরসহ সভাপতি ওমর শাহ নেওয়াজ, সহ সভাপতি আলী হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ঈশা খান, যুবদল নেতা মোকাররম হোসেন সাজ্জাদসহ প্রমুখ।

বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাংবাদিকদের   ওপর   নিপীড়ন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত