বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
আ.লীগ মুক্তিযুদ্ধকেই অবমাননা করছে : গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১০:২৯ PM
স্বাধীনতার ঘোষণাপত্র দিবসকে মর্যাদা না দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকেই অবমাননা করছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলছেন, সরকার ও সরকারি দল বাস্তবে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। চলমান গণসংগ্রামের বিজয়ের মধ্য দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে যেতে হবে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

সভায় আবদুর রব বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র এ দেশের জনগণের সামনে নতুন রাষ্ট্রের দর্শন হাজির করেছিল। কিন্তু সশস্ত্র সংগ্রামের পরে তড়িঘড়ি করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। ক্ষমতা দখলের পরে জনগণের মতামতকে উপেক্ষা করে ঠিক পাকিস্তানিরা যে রকম রাষ্ট্র পরিচালনা করেছে, সেই রকম রাষ্ট্র বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়।

বর্তমান সরকারকে নির্লজ্জ ও লোভী আখ্যা দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের রাষ্ট্র বাস্তবায়ন করতে হলে এই রকম নির্লজ্জ ও লোভী সরকারকে ক্ষমতা থেকে সরাতে তো হবেই, সাথে সাথে নিশ্চিত করতে হবে রাজনীতির ওইসব লোভী ও নির্লজ্জ লোকগুলো যেন আবারও ক্ষমতায় ফিরে আসতে না পারে। সেজন্য আমাদের সেই রকম বিকল্প রাজনীতি গড়ে তুলতে হবে এবং জনগণের আন্দোলনের মাধ্যমে সেইপথে এগুতে হবে।

জোনায়েদ সাকি বলেন, দেশে মোসাহেবি কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে! দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটা পত্রিকার নিবন্ধন বাতিল করতে নিজে রাস্তায় নেমে মানববন্ধন করছেন। বর্তমান সরকার দেশে ’৭১ এর চেতনার নামে গেস্টাপো শাসন কায়েম করেছে। কোনোভাবেই গেস্টাপো শাসন মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। এই গেস্টাপো শাসনের অবসান করে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবায়ন করাই হবে ১০ এপ্রিলের অঙ্গীকার।

হাসনাত কাইয়ূম বলেন, আমাদের বর্তমান লড়াই একইসাথে যেমন এই সরকারের পতনের, তেমনি শাসনব্যবস্থা তথা বর্তমান রাষ্ট্রের ক্ষমতাকাঠামো সংস্কারের লড়াই। চলমান লড়াইকে সরকারের পতন এবং রাষ্ট্র সংস্কারের লড়াইয়ে পরিণত করতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, আওয়ামী লীগ এখন মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বস্তুত আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক মৃত্যু ঘটেছে।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আ.লীগ   মুক্তিযুদ্ধ   গণতন্ত্র মঞ্চ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত