ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কালেকশন এক্সিকিউটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার), স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট
পদ সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন: ২৮,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। ২ বছর পর কাজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যাংকের স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার), এজেন্ট ব্যাংকিং
পদ সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন: ২৮,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। ২ বছর পর কাজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যাংকের স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটের www.ebl.com.bd/career মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ এপ্রিল, ২০২৩।
আইটেল বাংলাদেশে তাদের লেটেস্ট স্মার্টফোন আইটেল পি৪০ বাজারে নিয়ে এসেছে। মূলত পাওয়ার ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে পি৪০ স্মার্টফোন। এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বড় স্টোরেজ এবং সাশ্রয়ী মূল্যের জন্য এটি স্মার্টফোন মার্কেটে নতুন ট্রেন্ড তৈরি করছে।
আইটেল পি৪০ একবার চার্জে ৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এছাড়াও ৩২ ঘন্টা একটানা কল, ২০৪ ঘন্টা একটানা মিউজিক প্লেব্যাক, ২৮ ঘন্টা একটানা ভিডিও প্লেব্যাক, ২১ ঘন্টা সোশ্যাল চ্যাট এবং ১৬ ঘন্টা একটানা গেম খেলার অভিজ্ঞতা দিবে এর বিশাল ব্যাটারি। পাশাপাশি স্মার্টফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
আইটেল পি৪০ দুটি ভেরিয়েন্টে এসেছে যার একটি ৬৪ জিবি স্টোরেজ+৪ জিবি (+৩জিবি *মেমরি ফিউশন) এবং অন্যটি ৩২ জিবি স্টোরেজ+৩ জিবি (+৩জিবি *মেমরি ফিউশন)। উভয় ভ্যারিয়েন্টেই থাকছে ৬.৬ ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ ফুল-স্ক্রিন ডিসপ্লে, ট্রেন্ডি ফ্যাশনেবল ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ আরও অনেক কিছু।
ফোনটিতে ব্যবহার হয়েছে লার্জ লেন্স ৩ডি টেক্সচার এবং ট্র্যাক টাচ স্ট্রাইপ ডিজাইন। ফোনটি দুটি আলাদা রঙে বাজারে এসেছে ফ্যান্টাসি ব্লু এবং ফোর্স ব্ল্যাক। সেরা হ্যান্ডফিলের জন্য এর ৮.৭ মিমি পুরুত্ব সাথে ঘাম-প্রতিরোধী থ্রি ডাইমেনশনাল স্ট্রাইপ ডিজাইন ব্যবহারকারীকে কম্ফোর্টেবল এবং নন-স্লিপ গ্রিপ প্রদান করবে।
আইটেল পি৪০-তে রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল এআই রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার হয়েছে ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা থেকে শুরু।
বাবু/পিকু