রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ইউটিউবের মতো টুইটারে আয় করতে পারবেন
প্রযুক্তি, টুইটার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ২:০৯ PM
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে।

ব্লু ব্যাজ নিতে এখন অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিতে হয়। তবে এবার ব্যবহারকারীদের আয়ের পথও খুঁজে দিচ্ছে টুইটার। এবার থেকে টুইটার ব্যবহারকারীরা তাদের কনটেন্টের জন্য সাবস্ক্রিপশন চাইতে পারবেন। এজন্য একটি বিশেষ সেটিংস রাখা হবে যা ‘মনিটাইজেশন’ ট্যাবের মাধ্যমে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এই প্লাটফর্ম থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস লেভি ছাড়া বাকি সব অর্থই পাবেন।

এই পরিকল্পনা গ্রহণ করলে টুইটার প্রথম ১২ মাসের জন্য কোনো ছাড় দেবে না। মাস্ক জানিয়েছেন আইওএস ব্যবহারকারীদের কাছ থেকে ৭০ শতাংশ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে ৩০ শতাংশ অর্থ দাবি করা হবে। তবে ওয়েব ভার্সনের জন্য সর্বোচ্চ ৯২ শতাংশ অর্থ নেওয়া হতে পারে। তিনি দাবি করেছেন, পেমেন্ট প্রসেসরের ভিত্তিতে বিষয়টির উন্নতি করা যেতে পারে।

মাস্ক আরও জানিয়েছেন, প্রথম বছরের পরে আইওএস এবং অ্যান্ড্রয়েডের ফি ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। ভলিউমের উপর ভিত্তি করে খুব সামান্য পরিমাণ ফি দিতে হবে, তার বিনিময়ে কন্টেন্ট ক্রিয়েটাররা ফলোয়ারদের থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। মাস্ক বলেন, আমাদের লক্ষ্যই হল প্রডিউসারের লাভের হার বৃদ্ধি করা।

পাশাপাশি মাস্ক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ব্যবহারকারীরা যে কোনো সময় টুইটার প্ল্যাটফর্ম ছেড়ে দিতে পারেন, সরিয়ে নিতে পারেন তাদের কনটেন্ট। টুইটার ব্যবহারকারীরা সহজে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ পাবেন।

সূত্র: রয়টার্স

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত