আজ বুধবার থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অনেকেই কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে এসে রাজধানীতে থাকেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান তারা। তবে ঢাকা ছেড়ে বাড়ি যাওয়ার আগে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ বুধবার দুপুর ১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকার বাসা ছেড়ে যাওয়ার আগে সবাই যেন তাদের নগদ অর্থ, গহনা ও অন্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যান অথবা আত্মীয়দের কাছে রেখে যান।
আইজিপি বলেন, ঈদের ছুটিতে লোকজন গ্রামে চলে গেলে ঢাকা ফাঁকা হয়ে যাবে। এ সময় ফাঁকা বাসায় নগদ টাকা, স্বর্ণালংকার রেখে যান অনেকে, কিন্তু সেটি না করে মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ নিকট আত্মীয়ের বাসায় অথবা সম্ভব হলে সঙ্গে নিয়ে যাওয়া ভালো।
তিনি আরও বলেন, ঈদে বিপুল সংখ্যক মানুষ গ্রামে চলে গেলে রাজধানীর অনেক এলাকায় চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ ব্যাপারে লোকজনকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বাবু/মম