বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কৃষক লীগের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৯:২৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মুখে এবং বিকালে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারে কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসানুল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাষ্টার।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের রোল মডেল হয়, মানুষ শান্তিতে থাকতে পারে। এই উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের কৃষক সমাজ জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে শুধু নৌকা মার্কায় ভোট দিবে না, ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করবে।

এসময় তিনি দুই হাত উঁচু করে সবাইকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার এবং শেখ হাসিনার উন্নয়ন প্রচার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জাতীয় কমিটির সদস্য কৃষ্ণ গোপাল পাল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক এম.এ মান্নান, জহিরুল ইসলাম, এস.এইচ সোহেল প্রমুখ।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত