রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
এক হোয়াটসঅ্যাপ লগইন করা যাবে চার স্মার্টফোনে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১১:১৫ AM আপডেট: ২৬.০৪.২০২৩ ১১:৪৪ AM
একই নাম্বার দিয়ে চার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করেছে মেটা। মঙ্গলবার রাত থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা আছে কী না? ব্যবহারকারীদের এমন প্রশ্নের উত্তরে হোয়াটসঅ্যাপ বলছে, এমন চিন্তার কোনও কারণ নেই। কারণ প্রতিটি ডিভাইসেই চ্যাট, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। 

মনে করুন, যে স্মার্টফোনে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন সেটি যদি দীর্ঘদিন অচল থাকে সেক্ষেত্রে বাকি ডিভাইসগুলোতে নিজে থেকেই হোয়াটসঅ্যাপ লগ-আউট হয়ে যাবে। 

আবার একাধিক মোবাইলে একইসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও কোন সময়ই অন্যটি থেকে সাইন আউট করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপ মনে করছে, এতে ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের বেশ সুবিধা হবে। কর্মীরা একই নাম্বার ব্যবহার করে নিজেরাই ক্রেতাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন।

সম্প্রতি একাধিক নতুন ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পোস্ট করা স্ট্যাটাস ফেসবুক স্টোরিতেও দেওয়া যাবে। পাশাপাশি নিজের নাম্বারেও মেসেজ পাঠানো যাবে।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হোয়াটসঅ্যাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত