বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৈঠকে বসবেন আজ। বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় টোকিও’তে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) চারদিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সূত্র জানিয়েছে, টোকিও সফরের দ্বিতীয় দিন বুধবার ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীর বৈঠকে বসবেন তিনি।
পরে জাপানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর সফর সফল এবং ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।
-বাবু/এ.এস