গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি কোনও কোনও জেলাও ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ দেশের তিন বিভাগে এবং চার জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে। ঢাকা বিভাগের ১৩টি, চট্টগ্রাম বিভাগের ১১টি, খুলনা বিভাগের ১০টি জেলা এবং রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে কক্সবাজারে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস।
বাবু/মম