শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন শেখ হাসিনা : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১০:২৩ PM
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করেছেন। শেখ হাসিনার আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এ বার্তা পৌঁছে দিতেই আমি আপনাদের কাছে এসেছি।

আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনায় বলা আছে, বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি উন্নয়নের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত করা। আমরা দরিদ্র থাকতে চাই না। তা কায়েম করতে পারেন একমাত্র শেখ হাসিনা।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঠিক করলেন যারা বাংলাদেশে গৃহহীন তাদের সবাইকে ঘর দেবেন। তিনি ঘর দিয়েছেন। শুধু ঘরই না, ঘরসহ খাসজমিও দিয়েছেন। প্রধানমন্ত্রী সারা দেশের মধ্যে কসবা ও আখাউড়া উপজেলায় সবচেয়ে বেশি ঘর বরাদ্দ দিয়েছেন। সেই ঘর এখনো আমি বানাচ্ছি। উন্নয়নের চাকা ঘুরছে। এই চাকা ঘুরতে থাকবে।


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত