শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরে লঘুচাপ-ঘূর্ণিঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১০:২৬ PM
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানায়, আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এত আগে থেকে এ বিষয়ে কিছু বলা যাবে না। আগে থেকে বললে ভুলের সম্ভাবনা অনেক বেশি থাকে।

গতকাল মঙ্গলবার ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণনবায়ু সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সাগরের ওই এলাকায় আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ৭-৮ মে লঘুচাপ তৈরি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘মোকা’। জানা গেছে, ‘মোকা’ শব্দটি এসেছে ইয়েমেনে ব্যবহৃত শব্দ Mokka থেকে। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে ‘মোকা’ নামের একটি সমুদ্রবন্দর রয়েছে। সেই অনুসারেই নাম রাখা হয়েছে। কারণ এবারে ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্বে ছিল ইয়েমেনের। বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে ‘মোকা’র মিল থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত