বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান (অতিরিক্ত সচিব) টঙ্গি (গাজীপুর) অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান এবং চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।
গতকাল বুধবার সকালে তিনি এটলাস বাংলাদেশ লি. (এবিএল)-এর কারখানা পরিদর্শন করেন। এবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আজিবর রহমান সার্বিক অবস্থা অবহিত করেন। এ সময় তিনি এবিএল এল-এর মাধ্যমে ইলেকট্রিক বাইক বাজারজাতকরণের বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এরপর তিনি বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির আধুনিকীকরণ প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ চলমান আছে এবং মেশিনারিজ সংগ্রহের লক্ষে এলসি খোলা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেভিং রেজর উংপাদন করা হবে।
দুপুরে ঢাকা ওয়ার্কস লি. পরিদর্শন করেন। এ সময় তিনি ঢাকা স্টিলের নতুন প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এরপর দাহ্য রাসায়নিক পদার্থ নিরাপদে গুদামজাত করার লক্ষে বিএসইসি কর্তৃক রাসায়নিক গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্পর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্পর আওতায় নির্মাণাধীন ৫৩টি গুদামের মধ্যে বেশির ভাগ গুদামের অবকাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এ সময় চেয়ারম্যান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সভা করেন এবং যাবতীয় কার্যক্রম যথাসময়ে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
বিকেলে তিনি ন্যাশনাল টিউবস্ লি, এর কারখানা পরিদর্শন করেন। এ সময় ন্যাশনাল টিউবস লি. (এনটিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনোয়ার মোর্শেদ জানান, এনটিএল দেশের আদমজী খ্যাত একমাত্র এপিআই পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এপিআই পাইপের পাশাপাশি এমএস ও জিআই পাইপ উৎপাদন ও বাজারজাত করে থাকে।