শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
শরীয়তপুরের তিনটিতেই সক্রিয় আওয়ামী লীগ
অবুল হোসেন সরদার, শরীয়তপুর
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১১:৩১ AM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১, ২ ও ৩ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী তৎপরতা তথা জনসংযোগ শুরু করেছেন। বিশেষ করে শাসকদল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা ইতোমধ্যে বিভিন্ন সভা-সমাবেশ, মিটিং-মিছিল, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানসহ নানা কৌশলে তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। যারা মনোনয়নপ্রত্যাশী তারা সকলেই আশাবাদী তাদের দল থেকে মনোনয়ন পাবেন। কেন দল তাকে মনোনয়ন দিবে সে ব্যাখ্যা ও তারা ভোটারদের কাছে তুলে ধরছেন।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী তৎপরতা তথা জনসংযোগ শুরু করেছেন।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) এ আসনে মনোনয়নপ্রত্যাশী নাম শোনা যায় তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ আবদুল আলীম বেপারী, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, লে. কর্নেল (অব.) সৈয়দ নজরুল ইসলাম রাসেল, জাজিরা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শিল্পপতি মোবারক আলী সিকদার , শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিলের নাম শোনা যায়।

এদিকে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা বএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান মাদবর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. তাহমিনা আওরঙ্গ, কেন্দ্রীয় কৃষকদলের সহসধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর। জাতীয় পার্টি (এরশাদ) মনোনয়নপ্রত্যাশী জেলা কমিটির সভাপতি অ্যাড. মাসুদুর রহমান। জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় জাসদ (ইনু) সাংগঠনিক সম্পাদক স ম মালেক এ আসন থেকে নির্বাচনের প্রত্যাশা করেন।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) :

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী তৎপরতা তথা জনসংযোগ শুরু করেছেন। এ আসনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেনÑ পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামূল হক শামীম, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, প্রায়ত ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ছেলে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালিদ শওকত আলী, আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত এটর্নী জেনারেল অ্যাড. সুলতান মাহমুদ সীমন।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী করেন তাদের মধ্যে অন্যতম সাবেক সংসদ সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, জেলার সাবেক সহসভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা এড. জামাল শরীফ হিরু।

জাতীয় পার্টি (এরশাদ) মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুর রহমান ও জেলা কমিটির যুগ্ম সম্পাদক বাদল বন্ধু কচি। জেলা জাসদ (ইনু) সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সিকদার নির্বাচন করতে আগ্রহী।

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্য-গোসাইরহাট) :

শরীয়তপুর-৩ আসনে মনোনয়নপ্রত্যাশীদেও রয়েছেন বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বংলদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পদক সৈয়দ আবদুল আউয়াল শামীম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান সাঈদ আহম্মেদ আসলাম দল থেকে মনোনয়ন চাচ্ছেন।

জাতীয় পার্টি (এরশাদ) মনোনয়নপ্রত্যাশী শরীয়তপুর জেলা কমিটির সহসভাপতি ম ম ওয়াসিম। জাসদ (ইনু) শরীয়তপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক  আমির হোসেন বেপারীও নির্বাচন করতে চাচ্ছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শরীয়তপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত