সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
সমরেশ মজুমদারের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৯:৫৮ PM
কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে আমরা সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। অসংখ্য কাল উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

সোমবার (৮ মে) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক শোকবার্তায় তিনি এমন মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং উৎকর্ষে তার অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি। প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

প্রয়াত সমরেশ মজুমদারের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

বাবু/মম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত