বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
মুনাফা কমেছে মার্কেন্টাইল ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১০:৪৪ PM
নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের।

ব্যাংকটির চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যা আজ বুধবার (১০ মে) কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। এর আগের বছর ২০২২ সালের একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৯ পয়সা ইপিএস কমেছে। তাতে ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৮৬ পয়সা।

এর আগে ২০২২ সালে মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা হয়েছে ২৩৫ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৯৯৫ টাকা। এর মধ্যে লভ্যাংশ বাবদ ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮ টাকা মুনাফা দেবে শেয়ারহোল্ডারদের। এছাড়া ২ শতাংশ হারে বোনাস শেয়ার লভ্যাংশ দেবে ব্যাংকটি।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত