সবকিছু লুটপাটের পর সরকার এখন দেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের লোকজন ‘ডিমেনশিয়া’(স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত।
আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রাপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে এই পদযাত্রা হয়।
মির্জা আব্বাস বলেন, আপনারা জানেন, গ্যাসের দাম আবার নাকি বৃদ্ধি করবে। মনে হচ্ছে এই সরকারের সবার ডিমেনশিয়া রোগ হয়েছে। এই কয়েকদিন আগে গ্যাসের দাম যে বাড়ানো হয়েছে এরা হয়তো এটি ভুলে গেছে, কয়েকদিন আগে তেলের দাম বাড়ানোর কথা ভুলে গেছে। দেশে যেভাবে লুটপাট হচ্ছে সেটি ওরা ভুলে গেছে। ভোট চুরি করে নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এটিও তারা ভুলে গেছে। এরা সব ভুলে যায়, এদের ডিমেনশিয়া হয়েছে।
বাবু/মম