চট্টগ্রাম মহানগরীর ১৪ দলের সমন্বয়কের দ্বায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে। আজ ২১ মে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক চিঠিতে দলের এই স্বিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
জানা গেছে, গত ১৩ মার্চ ২০২৩ইং কেন্দ্রীয় ১৪ দলের এক সভা বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম মহানগর ১৪ দল-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
ইতিপূর্বে সাবেক মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগরীতে ১৪ দলের সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর চট্টগ্রামে ১৪ দলের সম্মিলিত কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়৷ অবশেষে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীই এক সময়ের আস্থাভাজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন সেই দায়িত্ব পেলেন৷
বাবু/জেএম