রাজশাহীতে আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : সংগৃহীত
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
সমাবেশ থেকে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
আজ সোমবার দলীয় কর্মসূচি অনুযায়ী রাজধানীসহ সারাদেশের নগর-মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।