শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
আমীর খসরু
গাজীপুরে ভোটের আসল চিত্র উঠে এসেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ২:৩৮ PM
আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু দেখানোর চেষ্টায় ভোটের আসল চিত্র উঠে এসেছে।’

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ফলাফলের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন আমীর খসরু।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এই যে একটা নির্বাচন হয়ে গেল গাজীপুরে, আপনারা দেখেছেন। আমি এ নির্বাচন নিয়ে কিছু বলতে চাই। এ নির্বাচন নিয়ে আজ অনেক কথা বলা যাবে। একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে… চেষ্টা করেছে। ওই চেষ্টার ফলাফলটা আমরা দেখে ফেলেছি। তার মাধ্যমে কী উঠে এসেছে, আমরা সবাই দেখেছি। এটাই হচ্ছে বাংলাদেশের আসল চিত্র।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হন। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী জায়েদা ক্ষমতাসীন দলের প্রার্থীর চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়টি তুলে ধরে আমীর খসরু বলেন, ‘ভোটাধিকার নিশ্চিত করার জন্য আজ আমরা রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। এ ভোটাধিকার নিশ্চিত না করতে পারলে সাংবাদিকদের যে সাংবাদিকতার পরিবেশ, সাংবাদিকতা করার যে মানদণ্ডে পৌঁছানোর ইচ্ছা তাদের আছে… যদি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না যায়, মানবাধিকার ফিরিয়ে আনা না যায় তাহলে গণতন্ত্র ফিরে আসবে না। 

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর এখন আরেকটা আসছে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা অ্যাক্ট’। এটা কিন্তু সরকার যে কোনো সংস্থার ওপর যুক্ত করতে পারে। আরও আইন আসবে, আরও নিপীড়ন-নির্যাতনের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আগামী দিনে জনগণের কাছে জবাবদিহিমূলক কোনো সরকার আপনারা পাবেন না। সে জন্য নিশ্চিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত