মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার হবে টুইটার: লিন্ডা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩:৩১ PM

দ্রুত সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার হবে টুইটার, এমন ঘোষণা দিয়েছেন টুইটারের নতুন নির্বাহী পরিচালক লিন্ডা ইয়াকারিনো। মঙ্গলবার (১৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংকটে বিপর্যস্ত টুইটারকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন লিন্ডা। সামাজিক যোগাযোগমাধ্যমটির আমূল পরিবর্তনই এখন তার একমাত্র লক্ষ্য। এরই ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার তৈরি করতে সরব নতুন এই নির্বাহী পরিচালক।
 
লিন্ডা আরও জানান, নির্ভুল তথ্যের আদান-প্রদান সভ্যতাকে এগিয়ে নেয়ার পাশাপাশি সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয়গুলোতেও আলোচনায় সাহায্য করবে। এ সংক্রান্ত একটি ইমেলও পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে।
 
গত বছরের অক্টোবরে ৪৪০০ কোটি ডলারের বিনিময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেয় বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পার করে গত মাসে টুইটারের নতুন নির্বাহী পরিচালকের নাম ঘোষণা করেন ইলন মাস্ক।

মাস্ক জানান, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো টুইটারের ব্যবসায়িক কার্যক্রমের দায়িত্ব নেবেন । যদিও দেড় মাস পর দায়িত্বভার গ্রহণের কথা ছিল তার। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই যোগদান করেন লিন্ডা।
 
টুইটারের দায়িত্ব গ্রহণের আগে লিন্ডা কাজ করেছেন শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোতে।
 
-বাবু/ সাদরিনা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   টুইটার   তথ্য  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত