পিতা
গাছের ছায়ায় দাঁড়িয়ে নিজের ছায়া খুঁজি
পিতা বয়সের ভারে বৃদ্ধ প্রায়
দিগন্তের দৃষ্টিজুড়ে প্রচণ্ড তাপদহন
আজ বাবাকে হারিয়ে অনেকই ছটফট করছে
তুমি আজ তোমার শ্রেষ্ঠ সাক্ষী।
আমার ভয় হয়, ভাবতেই শরীর শিউরে ওঠে
তোমাকে ছাড়া আমি পুড়ে যাবো
ছায়াহীন পৃথিবী আমার ম্লান হয়ে যাবে
তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় থাকতে চাই
অমোঘ ভালোবাসায় জড়িয়ে রাখ দিনমান।