বেশ কিছুদিন ধরেই আকরিক লোহার সরবরাহ মূল্য বাড়ছিল। গত সোমবার তা ২ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। অবশেষে মঙ্গলবার (২০ জুন) প্রয়োজনীয় ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ঋণের প্রাইম হার সামান্য কমিয়েছে চীন। এতে হতাশ হয়েছেন ব্যবসায়ীরা। কারণ তারা আশা করেছিলেন, দুর্বল সম্পত্তি খাতের সমর্থনে সেটা আরও কমাবে দেশটির সরকার।
বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন ঋণের বেঞ্চমার্ক কমিয়েছে। বিগত ১০ মাসের মধ্যে যা প্রথম। শ্লথ অর্থনৈতিক পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
এতে আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৮০৬ দশমিক ৫০ ইউয়ান বা ১১২ ডলার ৪৭ সেন্টে।
আগের দিন যা ছিল ৮২৫ ইউয়ান। গত ৩১ মার্চের পর তা সবচেয়ে বেশি। দেশের ধুঁকতে থাকা সম্পত্তি খাতে আরও সহায়তা দিতে পারে সরকার। এই প্রত্যাশায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।
একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুলাইয়ের আকরিক লোহার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ১১৩ ডলার ০৫ সেন্টে। আগের কর্মদিবসে যা ছিল ১১৫ ডলার। গত ১৮ এপ্রিলের পর তা সর্বাধিক।
-বাবু/এ.এস