পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিন বন্ধ থাকার পর রোববার (২ জুলাই) থেকে খুলেছে দেশের উভয় পুঁজিবাজার। এদিন অন্যান্য স্বাভাবিক দিনের মতোই সকাল ১০টা থেকে ঢাকা ও চট্টগ্রম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট ৫ দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি দুই দিন।
ঈদের আনন্দ শেষে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে সক্রিয় হবেন। তাদের অংশগ্রহণে পুঁজিবাজার আরও গতিশীল হবে এমনটিই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ঈদের আগে সোমবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করেছে। এদিন ডিএসইতে মোট ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করেছে। এদিন সিএসইতে ৩৪ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
-বাবু/এ.এস