শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিএনপির তারুণ্যের সমাবেশ: রাজধানীতে তীব্র যানজট
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ২:২২ PM

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে আশপাশের মূল সড়কে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ জুলাই) শাহবাগ, হেয়ার রোড, কাকরাইল, মৎস্য ভবন এলাকা ঘুরে দেখা যায়, দুপুর ২টার সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তারা উদ্যানের আশপাশের মূল সড়কে অবস্থান নেয়ার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, কাঁটাবন, হেয়ার রোড, কাকরাইল, মৎস্য ভবন, হাইকোর্ট, দোয়েল চত্বরসহ আশপাশের সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এ ছাড়াও টানা কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি, বিএনপির পদযাত্রাসহ নানা কর্মসূচিতে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী।

এর মধ্যে শনিবার ছুটির দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে সৃষ্ট যানজট নগরবাসীর জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলে জানান পথচারীরা।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত