বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বিএনপির সমাবেশ শুরু হতেই ভেঙে পড়লো মঞ্চ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৩:৫৭ PM আপডেট: ২২.০৭.২০২৩ ৪:০৮ PM

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার পরপরই নেতাদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে যায়। তবে এতে বড় ধরণের দুর্ঘটনা কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে নেতাকর্মীরদের পদচারণায় মুখর হতে থাকে সমাবেশস্থল। বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগি সংগঠন গঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

তারা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের মূল সড়কে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তাদের হাতে ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে প্রতিবাদ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি ছিলো সবার বক্তব্যেই।

তরুণদের সম্পৃক্ত করাই এই সমাবেশের মূল লক্ষ্য জানিয়ে নেতারা বলেন, আগামীতে তরুণরাই আসবে দেশের নেতৃত্বে।
 
নতুন কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি আগামীর আন্দোলনে অংশ নিতেও আহ্বান জানান নেতাকর্মীরা।

পাঁচটি বড় শহরে সমাবেশ শেষে ঢাকায় সবশেষ তারুণ্যের সমাবেশ থেকে একদফার নতুন কর্মসূচি আসতে পারে বলেও জানান বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতারা।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত