বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ঘুমের মধ্যে হঠাৎ ঘামছেন, কিডনি ক্যানসার নয়তো?
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১০:৪১ AM

গরমে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালিয়েও অনেক সময়ে ঘাম হয়। আবার নির্দিষ্ট একটা বয়সের পর রাতে ঘুমের মধ্যে নারীরা হঠাৎ ঘেমে যান ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে আসার সময়ে। তবে এই ঘামের সাথে যে ক্যান্সারের যোগ রয়েছে, তা হয়তো অনেকেই জানেন না। চিকিৎসকেরা বলছেন, সাধারণত মূত্রের সাথে রক্ত বেরিয়ে আসা, ব্যথা বা যন্ত্রণা হওয়া কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।

চিকিৎসা পরিভাষায় মূত্রের এই রক্তের উপস্থিতিকে বলা হয় ‘হেমাচুরিয়া’। এর সঙ্গে ঘাম হওয়া বা কারও কারও ক্ষেত্রে জ্বর আসাও এই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে। তবে এই লক্ষণগুলো থাকা মানেই যে তিনি কিডনির ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তেমনটা না-ও হতে পারে।

আর কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

১) পিঠের নিচের দিকে বা কোমরের কাছে কোনো শক্ত দলা। কখনো কখনো তা পাঁজরের নিচেও হতে দেখা যায়।

২) বুকের পাঁজরের নিচ থেকে কোমর পর্যন্ত অসহ্য ব্যথা যন্ত্রণা হতে পারে।

৩) খাওয়ার ইচ্ছে একেবারেই থাকে না বললে চলে।

৪) কোনো কসরত ছাড়াই অস্বাভাবিকভাবে ওজন কমে যেতে পারে।

৫) অল্পতেই পরিশ্রান্ত হয়ে পড়াও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে।

চিকিৎসকেরা বলছেন, ক্যান্সারের ধরন এবং পর্যায়ের উপর নির্ভর করে চিকিৎসার ধরন। কারো ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ, রেডিওথেরাপি এবং কেমোথেরাপিতেই কাজ চলে যায়। আবার কারো ক্ষেত্রে অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়ে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কিডনি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত