বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি ((BB-LTFF) প্রোগ্রামের আওতায় পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল হতে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তিটি স্বাক্ষরিত হয়।
পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক আবুল বাশার, পূবালী ব্যাংক লিমিটেড কর্পোরেট ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাবু/এ.এস