রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
মামুনুল হকের মুক্তি দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৫:৫১ PM
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি ওলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তির দাবিতে যুবসমাবেশ করেছে দলটি।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজ শেষে বায়তুল মোকারর মসজিদের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশ শুরু হয়। নামাজ শেষ খেলাফত মজলিসের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। এসময় মামুনুল হকের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

সমাবেশে বক্তারা মামুনুল হকের মুক্তি চেয়ে বলেন, আজ দুই বছরের বেশি আমাদের মহাসচিব জালিমের কারাগারে বন্দি। এ ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে মাওলানা মামুনুল হককে জেলে রেখেছেন। দিনের পর দিন রিমান্ড দিয়ে শারীরিক নির্যাতন করেছে। আগামী নির্বাচনের আগে আমরা মামুনুর হকের মুক্তি চাই।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, আপনারা ইলেকশন করতে পারবেন না। মামুনুল হককে মুক্তি না দিলে ইলেকশন প্রতিহত করা হবে। নির্বাচনের আগে মামুনুল হক সাহেবকে মুক্তি দিতে হবে।

এসময় তিনি মামুনুল হকের মুক্তির দাবিতে কর্মসূচির ঘোষণা দেন। আগামী ১০ নভেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। ২০ নভেম্বর ঢাকায় কঠোর কর্মসূচি পালন করা হবে। আগামী ৮ ডিসেম্বর ঢাকায় ছাত্রসমাবেশ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত