দুই দলের সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যে কেউ অনুমতি চাইলে বিবেচনা করে অনুমতি দেয়া সম্ভব। জামায়াতে ইসলামীর বিষয়ে বলেন, দেশের আইন মেনে রাজনৈতিক কর্মসূচি পালন করে তাহলে সেখানে বাধা দেয়ার কিছু নেই।
বুধবার (২৫ অক্টোবর) বিজয় দিবস নিয়ে সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার মাপ রং ঠিক রাখা। ভিভিআইপিদের সাভারে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার ব্যবস্থা। ঢাকাসহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন। নির্বাচন সামনে থাকায় অনুষ্ঠানে কিছু পরিবর্তন আসতে পারে জানিয়ে বলেন, এ সিদ্ধান্তের বিষয়ের কোনো ব্যাখ্যা নেই।
পিটার হাস এসেছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি চারটি বিষয়ে কথা বলেছেন। সেখানে বিএনপির সমাবেশের বিষয়টি ছিল। তাকে বলা হয়েছে- গণতান্ত্রিক দেশের যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। তবে জানমালের ক্ষতি হতে পারে এমন কোনো বিষয় গ্রহণযোগ্য নয়। এছাড়া পূজা ও রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে বলে দেয়ার পরে আর কোনো কিছু থাকে না।
২৮ তারিখ ঘিরে কি পরিকল্পনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকায় প্রবেশ পথ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। কারণ ব্যবসা, চাকরি নানা কারণে মানুষ আসে। তারা যদি শান্তিপূর্ণভাবে নির্ধারিত স্থানে সমাবেশ করে ও নির্দিষ্ট সময় পরে চলে যায়, তাহলে নিরাপত্তার মধ্যেই সমাপ্ত হবে।
জামায়াতে ইসলামীর বিষয় বলেন, দেশের আইন মেনে রাজনৈতিক কর্মসূচি পালন করে তাহলে সেখানে বাধা দেয়ার কিছু নেই।
বিএনপি আবেদনে কি বলেছে সেটা ডিএমপি জানে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় কোনো পারমিশন দেয় না। বিএনপি-জামায়াত কেউই অনুমতি পায়নি এখন পর্যন্ত।
বিএনপি যা বলেছে- পুরো দেশের মানুষ যারা বিএনপি করে তাদের ঢাকায় আনবে। এটা হলে এক ধরণের বিশৃঙ্খলা হতে পারে। সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।
সরকার ধাক্কা দিয়ে ফেলে দেয়ার বিষয় নয়। সংবিধানেও সে সুযোগ নেই। তাই নির্বাচন ও সরকার পরিবর্তন সংবিধান মেনেই হবে বলে সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শান্তিপূর্ণ অবস্থানের ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু জনজীবনে বিপর্যয় আসলে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।
আনসারদের তল্লাশি করার ক্ষমতা দেয়ার বিষয়টি সঠিক নয়। কারণ আইনের বাহিরে কোনো বাহিনীর কিছু নেই। ব্যাটালিয়নের বাইরে যে বিষয় রয়েছে সেটা পর্যালোচনা করা হচ্ছে। এটা নিয়ে প্রোপাগান্ডার কিছু নেই। পুলিশ, আনসার দুটি ফোর্সই দেশের মানুষের জন্য কাজ করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বাবু/এ.এস