বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রাজধানীতে আজও ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১২:৪৩ PM
সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির অবরোধের প্রতিবাদে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধু এভিনিউ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা জানিয়েছেন, বিএনপির 'সন্ত্রাস-নৈরাজ্য থেকে  জানমালের নিরাপত্তা দিতে' কেন্দ্রের নির্দেশে তারা মাঠে আছেন।
এদিকে গতকাল মঙ্গলবারও সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়, মোড়ে মোড়ে দলে দলে ভাগ হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

অপরদিকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত