মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ঢাকায় পুলিশের গাড়িতে আগুন, ২ যুবদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৫:২২ PM
গত ২৮ অক্টোবর রাজধানীতে পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা অঞ্চলের একটি দল খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পুলিশের দাবি, দুই আসামি আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত। তাদের কাছ থেকে আগুন দেওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন ঢাকার রমনা থানা যুবদলের ১৯ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আহ্বায়ক মো. আল আমিন মাহিন (৩৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা শান্তিনগরে পুলিশের গাড়ি এবং মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের বাসে আগুন দেয়।

আসামিদের কাছ থেকে বাসে আগুন দেওয়ার সময় পরা শার্ট, বোতলে রাখা পেট্রল, একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি খাকি রঙের পুরোনো প্যান্ট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত