শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শেষ দিনেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ২:৩৭ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার চতুর্থ ও শেষ দিন আজ মঙ্গলবার (২১ নভেম্বর)। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। শেষ হবে বিকাল ৪টায়। এদিন ফরম কেনার চেয়ে জমা দিতে মনোনয়নপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মনোনয়ন ফরম জমা দেওয়ার বুথে গিয়ে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করে তাদের ফরম জমা দিচ্ছেন। অনেকে ফরম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার মনোনয়নপ্রত্যাশীদের ভিড়ের কারণে জমা দেওয়ার বুথ পর্যন্ত আসতেই বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে নৌকার টিকিট পেতে উৎসবমুখর পরিবেশে ফরম জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে এবং জমা দিতে অনুসারীদের নিয়ে দলে দলে দলীয় কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নির্দেশনা উপেক্ষা করে গত তিন দিনের মতো আজও অনেকে মিছিল নিয়ে, সমর্থকদের অনেকে প্লাকার্ড হাতে, টিশার্ট পড়ে আসছেন। ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। ভেতরে প্রবেশের সময় ধস্তাধস্তি হতে দেখা গেছে। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। কার্যালয়ের ভেতর থেকে মাইকে বারবার সবাইকে নির্দেশনা মেনে সহযোগিতার অনুরোধ জানানো হলেও তাতে কান দিচ্ছেন না কেউ।

মনোনয়ন ফরম বিক্রির আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল ফোন নম্বর এবং বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ১ হাজার ৭৪ জন, দ্বিতীয় দিন ১ হাজার ২১২ জন এবং তৃতীয় দিন ৭৩৩ জন ফরম কিনেছেন। ফলে তিন দিনে ৩ হাজার ১৯টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত