রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নৌকা মার্কায় ভোট চাইলেন প্রতিমন্ত্রী রাসেল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:০৭ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আপনারা আমাকে চারবার এমপি নির্বাচিত করেছেন। আমি যখন এমপি হয়েছি তখন আমার বয়স ২৫-২৬। অল্প বয়সে ক্ষমতা পেয়ে আমি খারাপ হইনি। আমি আমার বাবার নীতি আদর্শ নিয়ে কাজ করছি। আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

সোমবার সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমি কারো মনে কষ্ট দেইনি। অসংখ্য লোককে চাকরি দিয়েছি, কারো কাছ থেকে এক টাকাও ঘুষ খাইনি। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৫৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান বিকম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মনজুর, হুমায়ুন কবীর বাপ্পি, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন, খোরশেদ আলম, সোহেল মাদবর প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত