বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১:১০ PM
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৫ নভেম্বর) গুলশানে রওশনের এরশাদের নিজ বাসায় দেখা করতে যান জিএম কাদের। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শীর্ষ দুই নেতা পারিবারিকভাবে বৈঠক করেছেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান জি এম কাদের।

বৈঠকের সময় আরও ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ ও রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত