সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
সোমবার ১১ নভেম্বর ২০২৪
বাড়ী বাড়ী গিয়ে ভিজিএফের স্লিপ বিতরণ করেন চেয়ারম্যান
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ২:১২ PM
লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাড়ী বাড়ী গিয়ে ভিজিএফ (চাউল) এর স্লিপ বিতরণ করে আলোচনায় এসেছেন।

জানা যায়,সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ইউনিয়নের ওয়ার্ড অনুযায়ী সরকারের দেয়া ভিজিএফ (চাউল) এর স্লিপ প্রত্যক বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করে নতুন করে আলোচনায় এসেছেন।

যেখানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর একজন চেয়ারম্যান জনগনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। শুধু মাত্র ইউনিয়ন পরিষদে বসে সব কাজ করেন।সেখানে সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জনগনের দোরগোড়ায় গিয়ে সবার হাতে ভিজিএফ এর স্লিপ বিতরণ করছেন। তার এই কাজে ইউনিয়নের মানুষের অনেক খুশি।

সারপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশরাফ আলী বলেন,আমাদের সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে দেখে আনন্দে বুক ভরে ওঠে। একজন ইউপি চেয়ারম্যান নির্বাচনে জিতার পরও এত কষ্ট করে প্রচন্ড গরমে বাড়ী বাড়ী গিয়ে ভিজিএফ এর স্লিপ বিতরণ করছে।আমরা তার হাত থেকে স্লিপ পেয়ে খুবই আনন্দিত।

হরিদাস এলাকার সাবু মিয়া বলেন,আমরা এই চেয়ারম্যান পেয়ে খুবই খুশি। তার মধ্যে কোন অহংকার নেই।আগামী নির্বাচনে তাকে আবার আমরা সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন,প্রত্যেক বার আমি জনপ্রতিনিধিদের দিয়ে ভিজিএফ এর স্লিপ বিতরণ করতাম। কিন্তু আমার মনে শান্তি পেতাম না। কারন আমি যদি জনগনের দোরগোড়ায় না যাই তাইলে তাদের সমস্যা জানবো কি করে। তাই আমি ভিজিএফ এর স্লিপ বিতরণের সচ্ছতা আনার জন্য ও জনগনের সমস্যা জেনে সমাধান করার জন্য বাড়ী বাড়ী গিয়ে নিজে স্লিপ বিতরণ করছি। এতে ভোটের পর জনগনের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা দূর হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত