জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জের সমাবেশ ঘিরে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের ধরতে নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
আজ শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনীর বিশেষ এই অভিযানের কথা জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষে জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল দিচ্ছেন।
অভিযানে সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রীর পরিচয় যাচাই ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত বুধবার গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। সংঘর্ষের দিন চারজন এবং শুক্রবার আরও একজন মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন।
সমাবেশ ঘিরে দফায়-দফায় সংঘর্ষ ও সংহিসতার ঘটনায় চলমান কারফিউর মধ্যে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান।