শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গঙ্গাচড়ায় ঘর পেল ১০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৫:৩৭ PM
রংপুরের গঙ্গাচড়ায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহারের ঘর পেল ১শ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। ব্যারাকে প্রতিস্থাপিত হলো ১৪০ টি ঘর।

মঙ্গলবার গণভবন প্রান্ত থেকে সারাদেশে ১৮৫৬৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের অনুকূলে জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে গঙ্গাচড়া সহ ৭০ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন তিনি। 

জমি ও ঘর হস্তান্তর উপলক্ষে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমিও ঘর হস্তান্তর অনুষ্ঠানটি বিটিভির সরাসরি সম্প্রচার প্রদর্শন শেষে এ উপজেলার উপকারভোগীদের হাতে জমি ও ঘরের দলিল তুলে দেওয়া হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি), নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। 

এসময় সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা বলেন,সম্পূর্ণ সরকারি খরচে বিপুলসংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমির মালিকানাসহ বাড়ি নির্মাণ করে একটি স্থায়ী ঠিকানা দেওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের এমন নজির বিশ্বের আর কোথাও নেই। আর সেই অসম্ভবকে সম্ভব করে বিশ্বে আরেকটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন,মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন হাজার হাজার পরিবারকে ঘর করে দিয়েছেন। তার এই উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত