রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
রবিবার ৬ অক্টোবর ২০২৪
জোরপূর্বক পদত্যাগ করিয়ে দখলে নেয় ইসলামী ব্যাংক: সাবেক এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:২৮ AM
ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করে দেশের বাইরে চলে যান মান্নান। সাড়ে সাত বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশে ফিরেছেন তিনি।

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ‘জোর’ করে পদত্যাগপত্র নিয়েছিল বলে দাবি করেছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।

সাত বছর আগে ‘মেহমান বানিয়ে’ পদত্যাগপত্রে সই করানো হয় বলেও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন মান্নান।

২০১৭ সালে ইসলামী ব্যাংক থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘‘আমাকে যে কাগজে সই নেয়া হয়, তা ইসলামী ব্যাংকের নামে একটি প্যাড। সেই ধরনের প্যাড ১৯৮৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ব্যবহার করেনি।’’

এক সময়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিত ব্যাংকটি দখলে নিতে ২০১৩ সাল থেকে নানা গোষ্ঠী তৎপরতা চালায়। ২০১৬ সালে তা দৃশ্যমান হতে শুরু করলে ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় হঠাৎ পরিবর্তন ঘটে।

তখন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন মুস্তাফা আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আবদুল মান্নান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত