নাটোরের সিংড়ায় লালোর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে পানিতে পড়ে সাব্বির হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পৌনে ২টায় বাড়ির পাশে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার নতুনপাড়া গ্রামের এলাকার আব্দুল আলীমের পুত্র।
স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।