মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ২১ কার্তিক ১৪৩১
মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
আওয়ামী লীগ নেতাদের ছবি দিয়ে বাড়ি সাজানো চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৮ PM আপডেট: ০৯.০৯.২০২৪ ৯:৩৩ PM
লীগের নেতাদের ছবি দিয়ে বাড়ি সাজানো সেই ইউপি চেয়ারম্যান মোজাহার আলীকে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার আলী।

জানা গেছে, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের একটি বাড়ির সাজসজ্জায় প্রায় সবারই চোখ আটকে যেত। বাড়িতে শেখ মুজিবুর রহমানের ছবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি। 

এছাড়াও ছিল কেন্দ্রীয় আ.লীগের সদস্য, মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সংসদ প্রয়াত তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সংসদ প্রফেসর ডা. মনসুর রহমান, জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমানসহ জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর ছবি। 

অন্যটিতে ছিল বাড়ির কর্তা ঝালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহার আলী মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীর ছবি। আরও জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে মোজাহার চেয়ারম্যানের মেজো ছেলে তাজমহল মণ্ডল ও ছোট ছেলে সান্টু মণ্ডলের বিয়েতে এভাবেই নেতাদের ছবি দিয়ে সাজানো হয়েছিল প্রবেশ দ্বারগুলো।

কেবল প্রবেশদ্বার নয়, পুরো বাড়ির বিভিন্ন দেয়াল সাজাতে ব্যবহার করা হয়েছিল আওয়ামী লীগ নেতাদের ছবি। সেই সময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। সরকার পতনের পর ছবিগুলো সরিয়ে ফেলে এলাকাবাসী।

দুর্গাপুর থানার ওসি এবিএম মাসুদ পারভেজ বলেন, হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগে ৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশের হাতে গ্রেপ্তারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত