মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
বাগেরহাটে নানা আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৯ PM
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার (০৯) সেপ্টেম্বর বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দল, বাগেরহাট জেলা শাখার সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা সাহেদ আলী রবি , সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো, সরদার লিয়াকত হোসেন, জেলা মহিলা দলের সম্পাদিকা নারগিস আক্তার ইভা, লুনা গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত  প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সেই সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে, নেতাকর্মীদের মিথ্যা মামলায় বাড়ি ছাড়া করেছে। বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগণের পাশে আছে। দেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এসময় সাধারণ মানুষের পাশে দাড়ানো বিএনপির নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। আগামীতে দেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান বক্তারা।

আলোচনাসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত