ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের।
আগামী ১ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে সরকার পতনের পর গত ২৯ আগস্ট শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম পদত্যাগ করেন। তার স্থলে নতুন প্রভোস্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।