শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ন্যাটোর সদস্য হতে হলে সন্ত্রাসবাদীদের ফেরত দিতে হবে: তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১০:৪৪ AM আপডেট: ৩০.০১.২০২৩ ১০:৫৬ AM
সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন বা ন্যাটোর সদস্য হিসেবে ফিনল্যান্ডকে মেনে নেবে তুরস্ক। তবে সুইডেনকে জোটের সদস্য হিসেবে গ্রহণ করতে মত দেবে না আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই প্রথম দেশ দুটির ন্যাটোর সদস্য হওয়ার বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, রোববার (২৯ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এরদোয়ান এই বিষয়ে কথা বলেন। ফিনল্যান্ড এবং সুইডেনের সঙ্গে ন্যাটোয় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা স্থগিত করার মাত্র একদিন পর এই অবস্থান জানালেন এরদোয়ান।  

এরদোয়ান বলেন, ‘প্রয়োজন হলে আমার ফিনল্যান্ড এবং সুইডেনের বিষয়ে আলাদা আলাদা পদক্ষেপ গ্রহণ করব। তবে আমাদের আলাদা পদক্ষেপে সুইডেন আহত বোধ করতে পারে।’ এ সময় তিনি সুইডেনের কাছে আঙ্কারার দাবিকৃত সন্দেহভাজন আসামিদের হস্তান্তরে আবারও দাবি জানান।

তিনি বলেন, ‘যদি আপনারা আসলেই ন্যাটোতে যোগ দিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে ওই সব সন্ত্রাসবাদীদের ফেরত দিতে হবে।


উল্লেখ্য, সুইডেনে বিপুল পরিমাণ কুর্দি অভিবাসী রয়েছে। আলোচনার টেবিলে এরদোয়ানের বেশকিছু দাবিদাওয়া থাকলেও সুইডেন তুরস্ককে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এরদোয়ানের এই অবস্থান ন্যাটোর সদস্য সংখ্যা ৩২ এ উন্নীত করার পরিকল্পনার বিরোধী। ফলে আগামী জুলাইয়ে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে হতে যাওয়া ন্যাটোর সম্মেলনও এর গুরুত্ব হারাতে পারে।

সম্প্রতি ফিনল্যান্ড এবং সুইডেন তাদের কয়েক দশকের পুরনো সামরিক পক্ষপাতহীনতার অবস্থান পরিত্যাগ করেছে। এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মুখে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় সামরিক জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ এবং আবেদন করেছে।

ন্যাটোর অন্য সদস্য দেশগুলো ফিনল্যান্ড এবং সুইডেনকে জোটের সদস্য হিসেবে মানতে রাজি হলেও তুরস্ক এবং হাঙ্গেরি এখনো দেশ দুটোকে মেনে নেয়নি। তবে ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া হাঙ্গেরির পার্লামেন্ট অধিবেশনে দেশটি ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ অনুমোদন করতে পারে। 

বাবু/এ আর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুইডেন   তুরস্ক   ফিনল্যান্ডকে   ন্যাটো  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত