<
  ঢাকা    সোমবার ২৭ মার্চ ২০২৩
সোমবার ২৭ মার্চ ২০২৩
অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক-কাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৩ পিএম আপডেট: ০৫.০২.২০২৩ ৩:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), ঢাকা’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান বিকেটিটিসির দায়িত্ব গ্রহণের পর থেকে সকল প্রশিক্ষণ সংক্রান্ত এবং কাঠামোগত পরিবর্তন আনোয়নের চেস্টা করে যাচ্ছেন। অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান বলেন, প্রতিষ্ঠানটির ভিশন হচ্ছে; জাতীয় উন্নয়নের জন্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) এর মধ্যে এক্সেলেন্স সেন্টারের একটি মডেল হতে।

আর মিশন হচ্ছে; স্থানীয় এবং বিশ্ব বাজারে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও পরামর্শ ব্যবহার জ্ঞান, দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জ্ঞান প্রদান করা।

অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান টিটিসির সার্বিক উন্নয়নে আভ্যন্তরীণ প্রশাসনিক উন্নয়ন ও উন্নতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের চেস্টা অব্যহত রেখেছেন।

বাংলাদেশ বুলেটিনের প্রতিবেদক চাঁদনী আক্তারের একান্ত সাক্ষাৎকারে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান নানা পদক্ষেপ গ্রহণ করার বিষয়গুলো তুলে ধরে বলেন, ইতোমধ্যে বিভিন্ন ট্রেডের নিয়মিত কোর্সে ভর্তি বর্ধিত করণ। এই প্রথম ইউরোপ ( ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রুমানিয়া) এবং অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মী প্রেরণ করা হয়েছে । এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভার এবং জর্ডানে গার্মেন্টস অপারেটর প্রেরণ করা হয়েছে এবং হচ্ছে।

বিকে টিটিসি থেকে ২০২২ সালে সর্বাধিক ৫০০০ এর অধিক কর্মী EPS (Employment permit system) প্রশিক্ষণ শেষে দক্ষিণ কোরিয়া গমন করেছে। জাপানীজ ভাষা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণ Technical intern হিসেবে জাপানে গমন করেছে । এছাড়াও বিদেশগামী কর্মীদের গুণগত মান সম্মত PDO ( Pre Departure Orientation Training) কোর্স পরিচালনা করা হচ্ছে।

বিভিন্ন ট্রেড সমূহ যেমন, মেকানিক্যাল ল্যাবকে আপগ্রেড করা হয়েছে, CNC ( Computer numerical Control) মেশিন চালু এবং অটোমোবাইল ট্রেডে Driving simulator স্থাপন করা হয়েছে। অনলাইন এসেমেন্টের জন্য নতুন কম্পিউটার ল্যাব তৈরী করা হয়েছে । স্কিল ট্রেনিং জোড়দার এবং NTVQF (National Technical Vocational Qualification Framework) Level Assessment মাধ্যমে স্কিল পারফরমেন্স নিশ্চত করেছি।

বিভিন্ন অকুপেশনে ২০০০ জন RPL ( Recognition of prior Learning ) এসেসমেন্টে এ অংশগ্রহণ করেছেন । Entrepreneurship ট্রেনিং সম্পন্ন করা হয়েছে। বিটিইবি এর ৩০০ assessor/ Trainer এর Training এবং Assessment সম্পন্ন হয়েছে। BRUSH UP Training, TOT (Training of Trainers) Training করা হয়েছে এবং এখনও চলছে।

এছাড়া টিটিসির কাঠামোগত পরিবর্তন আনয়ন করেছি যেমন ; বঙ্গবন্ধু কর্নার স্থাপন, টিটিসির সম্মুখ অংশে গাড়ি পারকিং জোন তৈরি করা হয়েছে যাতে টিটিসির প্রশিক্ষণ শেষে গাড়িগুলো নির্দিষ্ট স্থানে রাখা যায়।

ড্রাইভিং প্রশিক্ষণ ত্বরান্বিত করার লক্ষ্যে ড্রাইভিং ট্র্যাক তৈরী করা হয়েছে · শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ সংস্কার ও মাঠের আয়তন বৃদ্ধি করা হয়েছে। টিটিসির মহিলা হোস্টেলের সুয়ারেজ সিস্টেম উন্নীতকরণ করা হয়েছে। অধ্যক্ষের কক্ষ রিনোভেশন করা হয়েছে। বাউন্ডারী দেয়াল সংস্কার করা হয়েছে · বিভিন্ন ট্রেডের ইন্টারনাল সংস্কার, টিটিসির প্রধান গেইট এবং মসজিদের পাশের গেইট পরিবর্তন করছি।

এক নজরে বিকেটিটিসিঃ
বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), ঢাকা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পোষ্যদের প্রশিক্ষণের জন্য ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়।

এস .ই.এ.টি.ও এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে মিরপুর রোড, দারুসসালাম, ঢাকায় স্থানান্তর করা হয়। অবশেষে KOICA এর আর্থিক ও কারিগরি সহায়তায় ২০০৮ সালে এই টিটিসি পুন:সংস্কার,নতুন যন্ত্রপাতি ইনস্টল এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) হিসেবে পরিচিত পেয়েছে।

১. মোট আয়তন : ১৯.৫ একর
২. ওয়ার্কশপ সমূহ : ২৩ টি
৩. কম্পিউটার ল্যাব : ০৫ টি
৪. ক্লাসরুম : ২০
৫. হোস্টেল (পুরুষ ও মহিলা) : ০২
৬. বাৎসরিক ধারণক্ষমতা (অনুমান ) : ১০,৫০০ এর কাছাকাছি
৭. ক্লোসড সার্কিট ক্যামেরা : ০৮
৮. ওয়াই-ফাই সিস্টেম ক্যাম্পাস : অভ্যন্তরীণ
৯. জরুরী বিদ্যুৎসরবরাহ : ৫০০ কেভিএ জ়েনারেটর
১০. জব প্লেসমেন্ট সেল : ০১
১১. মোট জনশক্তি : ১৫৫ (উপদেশমূলক ৮৯)

বিকেটিটিসি ক্যাম্পাস :
বিকেটিটিসি মিরপুর রোড, দারুসসালাম, ঢাকা সংলগ্ন অবস্থিত। বিকেটিটিসি,ঢাকা এর আয়তন ১৯.৫ একর। এখানে পর্যাপ্ত পরিমানে সুসজ্জিত শ্রেণীকক্ষ, ল্যাবরেটরিজ / কনফারেন্স হল আছে । নান্দনিক সৌন্দর্যময় পরিবেশে প্রশিক্ষণ, গবেষণা, আলোচনা, প্রতিফলন এবং অন্তর্দর্শন এর সু্যোগ রয়েছে। বিকেটিটিসি,ঢাকায় রয়েছে একটি সুসজ্জিত গ্রন্থাগার,বিনোদন এবং খেলাধূলার ব্যবস্থা। এছাড়াও ক্যাম্পাসে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।প্রশিক্ষণ পরিচালনা, সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য আধুনিক সুবিধা রয়েছে । উত্তর-পূর্ব কোণে রয়েছে একটি ক্যাফেটেরিয়া। এখানে জাতীয় ও বিশেষ কর্মসূচি পরিচালনার জন্য ৫০০ আসন বিশিষ্ঠ বড় মিলনায়তন রয়েছে ।

এক নজরে বিকেটিটিসি, ঢাকা-এর কোর্স সমূহঃ
০৬ ট্রেডের উপর ০১ বছরের স্কিল সাটিফিকেট কোর্স
২৪ ট্রেডের উপর মডুলার কোর্স সমুহ
ট্রেড পরীক্ষার সুবিধা
দরজী তৈরি প্রশিক্ষণ সুবিধা
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রোগ্রাম
ইপিএস কোরিয়ার জন্য প্রিলিমিনারী শিক্ষা প্রোগ্রাম
কোরিয়ান ভাষা শিক্ষা
গৃহরক্ষণাবেক্ষন প্রশিক্ষণ
সৌদি আরব ও মালয়েশিয়ার কর্মীদের জন্য ওরিয়েন্টেশন কোর্স

পাঠ্যক্রম, প্রশিক্ষক ও যন্ত্রপাতিঃ
পাঠ্যক্রম কোরিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আপডেট করা হয়
প্রশিক্ষকরা KUT/JOCV/JICA/ILO/KOICA থেকে প্রশিক্ষণ নেয়
আধুনিক মেশিনারি
কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল (CNC) মেশিন
ইলেকট্রিক ডিসচার্জের মেশিন (EDM)

অ্যাসেসমেন্ট ও সার্
Write to Jahid Hasan Maha

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
প্রধান উপদেষ্টা সম্পাদক : প্রফেসর ড. হারুন-অর-রশিদ
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত